টাঙ্গাইলে ওসি ও স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনা শনাক্ত

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে আরও ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এনিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৪ জন।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন
টাঙ্গাইলের গোপালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও চার স্বাস্থ্যকর্মী ও দেলদুয়ারে ১০ বছরের শিশুসহ  নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধনবাড়ীতে ৩ জন, গোপালপুর ২, ভূঞাপুর ১, কালিহাতী ২, দেলদুয়ার ২ এবং মির্জাপুর উপজেলায় ২ জন রয়েছেন। এদের মধ্যে গোপালপুর থানার ওসি রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।
সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত ৩দিনের ২৮৫টি রিপোর্ট পেন্ডিং ছিল। এরমধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১২০টি নমুনায় বারোজনের করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। এদের মধ্যে একজন ওসি এবং চারজন স্বাস্থ্যকর্মী রয়েছে। আক্রান্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Print Friendly, PDF & Email

Related Posts