কলাপাড়ায় মাছ ধরা নিয়ে হামলা, আহত ২

এস.এম ইলিয়াস জাবেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের  চরবালিয়াতলী গ্রামে কালভার্টে মাছ ধরা নিয়ে হামলা হয়েছে। এতে দুই জন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার দুপুর এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর বালিয়াতলীর রাস্তার মাঝে স্থাপিত কালভার্টে উজান্ত মাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
স্থানীয় মুসা ও তার ছেলে অসীমের সাথে একই এলাকার মান্নান হাওলাদার ও তার ছেলেদের সাথে উজান্ত মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে মান্নান হাওলাদার ও তার ছেলে ইসা, শুভ ও বাবু লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মুসা (৩৫) এবং তার ছেলে অসীম (১৭) কে জখম করে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। তাদের দুজনের মাথায় ও হাতে গুরুতর জখম রয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি দিয়ে দেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Print Friendly, PDF & Email

Related Posts