বরগুনায় জীবানুনাশক স্প্রে করল বাংলাদেশ নৌবাহিনী

ইফতেখার শাহীন: বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্টের উদ্যোগে বরগুনা পৌরসভার সহযোগিতায় শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করেছে নৌবাহিনীর একটি বিশেষ টিম।
এই টিমের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আহমেদ (এক্স) বিএন।  তিনি বলেন, বরগুনা শহর এবং অন্য উপজেলাগুলোতেও আমাদের জীবানুনাশক স্প্রে কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে। আমরা বাংলাদেশ নৌবাহিনী সাধারণ মানুষকে এ ভয়াবহ করোনার কড়াল গ্রাস থেকে স্বাস্থ্য সুরক্ষা দিতে সচেষ্ট থাকব।
নৌবাহিনীর এই বিশেষ টিম নাথপট্টি এলাকা থেকে শুরু করে বরগুনা শহরের বিভিন্ন স্থানে প্রায় ২ হাজার ৫’শ লিটার জীবানুনাশক স্প্রে করে।
নভেল করোনা ভাইরাসের শুরু থেকেই বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। এর মধ্যে সশস্ত্র বাহিনীর সহযোগিতায় দেশের দুর্গম এলাকাগুলোতে পৌঁছে দিচ্ছেন হুঁশিয়ারী বার্তা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য নানা রকম নির্দেশনা, যার অগ্রণী ভূমিকায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
Print Friendly, PDF & Email

Related Posts