জি এম রাঙ্গা: দেশের যেকোন দুর্যোগের ন্যায় করোনাকালীন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে তৃণমূলে ছড়িয়ে থাকা আনসার ও ভিডিপি সদস্যগণ।
দেশের অন্যান্য অঞ্চলের ন্যায় বৃহস্পতিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাধীন ধোপাডাঙ্গা ইউনিযন পরিষদ সংলগ্ন অসহায় কৃষক উমর আলীর ২৬শতাংশ জমির ধান কেটে দেয় ২০জন ভিডিপি সদস্য।
গাইবান্ধা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম জানান, ‘ইতোমধ্যে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় আনসার ও ভিডিপি সদস্যগণ কৃষকদের ধান কেটে দেয়, সেই প্রেক্ষিতে আমরাও অত্র জেলার অসহায় ও দুস্থ কৃষকদের ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেই। অসহায় কৃষক উমর আলী তার ক্ষেতের পাকা ধান কাটতে না পারায় তিনি সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি দপ্তরে ধান কাটতে সহযোগীতা কামনা করেন। সেকারণে দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে আমরা তার ২৬শতাংশ জমির ধান কেটে দেই।’
এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ তৌহিদুজ্জামান ও গাইবান্ধা সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রশিক্ষিকা মোছাম্মৎ শেফালী বেগম, উপজেলা প্রশিক্ষক জনাব আলী সরকার ও ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীগণ।