বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনার দুর্যোগময় সময়ে খেটে খাওয়া মানুষের পাশাপাশি পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা ঘাসফুল।
সম্প্রতি চট্টগ্রামে ব্র্যাকের সহযোগিতায় ঘাসফুল-সেকেন্ড চান্স এডুকেশন আরবার প্রকল্পের শিক্ষার্থীদের ১২টি পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রতি জনকে নগদ ১৫শ টাকা করে সর্বমোট ১৮হাজার টাকা বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন ঘাসফুল সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির প্রশিক্ষক জোবায়দুর রশীদ, ব্র্যাক সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির প্রশিক্ষক মোমিনুল করিম, কোয়ালিটি ও মনিটরিং অফিসার মো: আবদুল আলী ।
এছাড়া ঘাসফুল সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির ফিল্ড সুপারভাইজার ও কেন্দ্রের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘাসফুল ২০১৭ সাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ২১টি ওয়ার্ডে ১৪২টি কেন্দ্রের মাধ্যমে এই শিক্ষা কার্যক্রম পরিচলনা করছে।