টাঙ্গাইলে নতুন করে মা-ছেলেসহ আক্রান্ত ৪, মোট দাঁড়ালো ৫৫

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে মা-ছেলেসহ আরও ৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩জন দেলদুয়ার উপজেলা আর অপরজন সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে আজ সকালে সেখান থেকে ৪ জনের রিপোর্ট পজেটিভ থাকার কথা জানানো হয়। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৫জনে।’

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, ‘দেলদুয়ারে আক্রান্ত তিনজনের মধ্যে একই পরিবারের মা-ছেলে রয়েছে। তারা উপজেলার দেওলী ইউনিয়নের আগ দেওলী গ্রামের বাসিন্দা। আক্রান্ত ওই নারীর বড় ছেলে গত সপ্তাহে ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে তার নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। পরে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে ওই নারী (৬৫) ও তার ছোট ছেলে (৩৫) এর করোনা পজেটিভ পাওয়া যায়। তবে তাদের দুজনেরই কোন উপসর্গ নেই। আক্রান্ত আরেক ব্যক্তি পার্শ্ববর্তী ফলবর্শা গ্রামের বাসিন্দা। তিনিও ঢাকা ফেরত। তার হালকা ঠান্ডা কাশি রয়েছে।’

এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় বলেন, ‘নতুন করে এ উপজেলায় একজন নারী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলা বাঘিল ইউনিয়নের বাসিন্দা। তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

 

Print Friendly, PDF & Email

Related Posts