জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: করেনাভাইরাসের উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলা হাসপাতালে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ৬৫ বছরের এক বৃদ্ধ মারা গছেন।
আজ সকালে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অরশ্বাদ উল্লাহ। তিনি জানান, গতকাল মঙ্গলবার জ্বর, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ নিয়ে ওই রোগী জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।
মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, সরকারি ও ধর্মীয় বিধি অনুযায়ী মৃত ব্যাক্তির লাশ দাফন করা হবে। তার বাড়ি লকডাউন এবং সংস্পর্শের ব্যক্তিদের নমুনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।
এ নিয়ে মানিকগঞ্জে মোট আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। আগের সাতজনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস আক্রান্ত ছিলেন না বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।