মতলব উত্তরে ধান কেটে দিল ছাত্রলীগ কর্মীরা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে অসহায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উপজেলা ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান সজিবের উদ্যোগে বুধবার দিন ব্যাপী উপজেলার বেগমপুর বিলে ৪০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেয় তারা। পরে লুধুয়া গ্রামে আরেক কৃষকদের ১০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়।

ধান কাটা কার্যক্রমে অংশ গ্রহণ করেন, ছাত্রলীগ নেতা মোঃ এরফান, মোঃ পাশা, মোঃ ফয়েজ, মোঃ শামিম, মোঃ সেতু, মোঃ নাইমুল, মোঃ সোহেল, মোঃ তিহাম, মোঃ কাইয়ুম, মোঃ ইমন, মোঃ মামুন, মোঃ রনি, মোঃ নাঈম, মোঃ ফিরোজ সহ আরো অনেক ছাত্রলীগের কর্মীবৃন্দ।

উপজেলা ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান সজিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে এবং চাঁদপুর জেলা ছাত্রলীগ ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নূরুল আমিন রুহুলের দিক নির্দেশনায় আমরা কৃষকের ধান কেটে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বেগমপুর গ্রামের কৃষক স্বপন প্রধান বলেন, করোনা ভাইরাস দুর্যোগের কারণে কারণে আমি ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। পরে ছাত্রলীগ নেতা সজিবের সাথে যোগাযোগ করেছি। তিনি আমার ৪০ শতক জমির ধান কেটে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, সাবাস ছাত্রলীগ।

Print Friendly

Related Posts