আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল সদর ইউনিয়নের রাশড়া গ্রামে রাশড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে হত দরিদ্র ৭৫টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী ও সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে রাশড়া হারুন বাজার প্রাঙ্গণে ৭৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৪ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট সেমাই ও একটি করে সাবান বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ। রাশড়ার সাবেক ইউপি সদস্য আব্দুর কুদ্দুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা বাছেদুল আলম চন্দন।
উপহার সামগ্রী বিতরণকালে সার্বিক সহযোগিতায় ছিলেন, হাবিব, জাহিরুল, হারুন, নাহিদ, খোরশেদ আলম, রাসেল, কবির, কনকসহ প্রবাসী ও রাশড়া যুুব সমাজ ।