জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলায় নতুন করে আরো ৬ জনের করোনা আক্রান্ত হয়েছে। শনিবার (১৬ মে) রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৪ জন ও মনপুরা উপজেলায় ২ জন।
ভোলা সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে কাজী ফার্ম ইন্ডাস্ট্রিজে কর্মরত ২ জন, সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় একজন ও একজন ব্যাংক কর্মকর্তা শহরের পুরাতন যুগীরঘোল এলাকার বাসিন্দা।
মনপুরায় আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ সাকুচিয়া ও অপরজন হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এ নিয়ে ভোলায় ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। এদের শারিরীক অবস্থা বুঝে স্বাস্থ্য বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
অপরদিকে মনপুরার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহমুদুর রশিদ জানান, আক্রান্ত এই দুই ব্যক্তিকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হবে।