জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজড বিগ্রেডের ব্যবস্থাপনায় জেলার হরিরামপুর উপজেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সহায়তা এবং সবজি বীজ বিতরণ করা হয়েছে।
মেজর মোঃ ফেরদৌস হোসেন ভূইয়ার নেতৃত্বে আজ রবিবার দুপুরে শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে এই সহায়তা তুলে দেওয়া হয়।
ত্রাণ সহায়তা হিসেবে একজন ব্যক্তিকে চাল, ডাল, আটা, তেল, লবণ, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রি বিরতণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোঃ তুহিনুর রহমান, লেঃ ইসফাক আহমেদ সাকিব এবং হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ ।
সাভার ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোঃ ওয়াদুদ উল্লাহ চৌধুরী পিএসসি জানান, বাংলাদেশ সেনাবাহিনী অতিতের বিভিন্ন দুর্যোগের ন্যায় এবারো সেনাবাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস মোবাবেলার শুরু থেকেই মানিকগঞ্জের সাধারন মানুষের সাধারন মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষকে সাধ্যমত ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছে।
করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত মানিকগঞ্জ বাসীর পাশে থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, মানিকগঞ্জ জেলায় ‘অপারেশন কোভিড শীল্ড’ এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী কতৃক ইতোমধ্যে বিভিন্ন ধাপে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীতেও তাদের সেবা এই কার্যক্রম অব্যাহত থাকবে।