মো. রাসেল হোসেন: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাভার উপজেলার পর এবার ধামরাই উপজেলা প্রশাসনও স্বাস্থ্য বিধি না মানায় ও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় ধামরাই উপজেলার সকল বিপনী বিতান অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিল।
আজ রবিবার (১৭ মে) সন্ধ্যায় সকল বিপনি বিতান বন্ধের নির্দেশ দেন ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক জানান, গত ১০ তারিখ থেকে সীমিত পরিসরে ধামরাইয়ের বিপনী বিতানগুলো চালু করা হলেও গত কয়েক দিন ধরে নজরদারী করে দেখা যায়- বিপনী বিতানগুলোতে যথাযথ স্বাস্থ্য বিধি না হচ্ছে না। একই সাথে বিপনী বিতানগুলোতে সামাজিক দূরত্বও নিশ্চিত হচ্ছে না। তাই করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ এক জরুরি বৈঠক করা হয়। সেখান থেকে সকল বিপনী বিতান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। যা আগামীকাল থেকে কারযকর করা হবে। এই মধ্যে মাইকিং করে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।