এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী রেশমা আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী আজমেরি জামান রেশমা আর নেই। গতকাল বুধবার বেলা আড়াইটায় নগরীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজমেরি জামানের পুত্রবধূ অভিনেত্রী ফারহানা মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন আজমেরি জামান রেশমা। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র কিংবা এ সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। নিভৃতে নিজের মতো-ই কাটিয়েছেন জীবনের শেষ সময়গুলো।

বাংলাদেশ বেতার ও ভয়েস আমেরিকায় ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদপাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন রেশমা। এটি ষাটের দশকের ঘটনা। সত্তরের দশকে টিভিতে মুনীর চৌধুরী অনূদিত উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘মুখরা রমণী বশীকরণ’ নাটকে মূল চরিত্রে অভিনয়ে করে দারুণ পরিচিতি লাভ করেন তিনি। এর নির্দেশনায় ছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো—‘বৃত্ত থেকে বৃত্তে’, ‘সাঁকো পেরিয়ে’, ‘শেষের কবিতা’, ‘দিন বদলের পালা’ প্রভৃতি।

১৯৬০ সালে ‘জি না ভি মুশকিল’সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আজমেরি জামান রেশমার। তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা ও উর্দু চলচ্চিত্র হলো—‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘মেঘের পরে মেঘ’, ‘নয়ন তারা’, ‘ইন্ধন’, ‘চাঁদ আর চাঁদনি’, ‘সূর্য ওঠার আগে’, ‘শেষ উত্তর’ ।

Print Friendly, PDF & Email

Related Posts