হবিগঞ্জ প্রতিনিধি: করোনায় গৃহবন্দি অসহায় ৩০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান।
২০ মে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এরমধ্যে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ মাছুলিয়া স্কুল মাঠে ১৫০ ও ১নং ওয়ার্ড এলাকায় আরো ১৫০ নিয়ে মোট ৩০০ পরিবারে ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু দেওয়া প্রদান করা হয়।
এছাড়া চাল ও আলু না পাওয়া ৫০টি পরিবারকে মেয়রের ব্যক্তিগতভাবে ২০০ টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে।
মেয়র মিজানুর রহমান মিজান বলেন, ত্রাণসামগ্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার। এ উপহার প্রকৃত লোকজনের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে।
তিনি বলেন, এ দুর্যোগে সরকার তৃণমূল মানুষের পাশে আছে। একের পর এক বরাদ্দ প্রদান করা হচ্ছে। আমরা এসব বিতরণ করে দিচ্ছি। বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করছে প্রশাসন। এতে সহযোগীতা করছে জনগণ। সবার সার্বিক সহযোগীতায় এ পরিস্থিতি মোকাবিলা করে আমরা এগিয়ে যাচ্ছি। ত্রাণসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন আরডিসি মাসুদ রানা।
মামুন/এইচ