হবিগঞ্জে চবি এলামনাই এসোসিয়েশন মিশিগান’র ঈদ উপহার

হবিগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলায় কর্মজীবী লোকেরা গৃহবন্দি। তারা কঠিন সময় পার করছে। প্রবাসে থেকে এ বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে আমেরিকায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন মিশিগান’র নেতৃবৃন্দের।

প্রবাস থেকে তারা অর্থ পাঠান। এ অর্থে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসকারী পত্রিকা বিক্রেতা, এতিম শিশুসহ অসহায় প্রায় ১৫০ জনের তালিকা করা হয়।

তালিকা অনুযায়ী ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রকিব।

এছাড়াও এ কার্যক্রমে আরো কিছু লোক নিঃস্বার্থভাবে সহযোগীতা করেন। কঠিন এ সময়ে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী পেয়ে অসহায় লোকেরা সন্তোষ প্রকাশ করেছেন। আগামী দিনে এ সহায়তা অব্যাহত রাখার জন্য তারা(অসহায় লোকেরা) প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোশিয়েশনের আহবায়ক সৈয়দ মঈন দিপু ও সদস্য সচিব প্রভাষক লুৎফুর রহমান বলেন, করোনাকালীন এই দুর্যোগে এলাকার পত্রিকা বিক্রেতাসহ হতদরিদ্র মানুষের জন্য কিছু সহায়তা করা-ই আমাদের উদ্দেশ্য। আমাদের হয়ে এই ঈদ উপহার পৌঁছানোর ব্যবস্থা করায় প্রধান শিক্ষক মোঃ নুরুল হক ও মোঃ আব্দুর রকিব ভাইসহ সকলকে ধন্যবাদ জানাই।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts