ক্রাইম পেট্রোলের অভিনেত্রী প্রেক্ষার আত্মহত্যা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘স্বপ্নের মৃত্যু হওয়াটাই সবথেকে খারাপ’, এটাই ছিল সোশ্যাল মিডিয়ায় তাঁর শেষ স্টেটাস। সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছেন মাত্র ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।

ক্রাইম পেট্রোলে অভিনয় করেই পরিচিত হন প্রেক্ষা মেহতা। এছাড়াও একাধিক টিভি শো-তে অংশ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর হাসি-খুশি ছবিতে ভরা। কিন্তু তার আড়ালে যে এভাবে ভেঙে পড়েছিলেন তিনি, তা বুঝতে পারেননি কেউ। ‘মেরি দুর্গা’, ‘লাল ইস্ক’-এর মত শো-তেও অভিনয় করেছেন তিনি।

সোমবার রাতেই সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর পরিবারের এক সদস্য তাঁর দেহ দেখতে পান। একটি সুইসাইড নোটও লিখে রেখে গিয়েছেন প্রেক্ষা। যদিও তাতে মৃত্যুর কারণ স্পষ্ট উল্লেখ করা হয়নি।

জানা যাচ্ছে, লকডাউনের জন্যই মুম্বই ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন প্রেক্ষা। কাজ ছিল না বলেই তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলেন। আর তার জেরেই এই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। ইনস্টাগ্রামে শেষ পোস্টে লিখেছিলেন, ‘সবথেকে খারাপ হয়, যখন স্বপ্নগুলো মরে যায়।’

Print Friendly, PDF & Email

Related Posts