মানিকগঞ্জে নতুন ৪ সহ করোনায় আক্রান্ত ১৩২

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৩২ জন।  আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নতুন আক্রান্ত ৪ জনই সিংগাইর উপজেলার। আক্রান্ত ১জন রিপোর্ট পাওয়ার আগেই মারা গেছেন। তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে আছেন। তাঁকে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনতে বলা হয়েছে। তবে, সন্ধ্যা সাড়ে ছয়টাও তাঁকে হাসপাতালে আনা হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট ২১১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯৫৪টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৩২ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ২১জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮জন নিজ নিজ বাড়িতে আসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন।’

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ২জন। এছাড়া জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭জন। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর, বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts