অসহায়দের বাড়ি ফল পৌঁছালেন মনি

হবিগঞ্জ প্রতিনিধি: জ্যৈষ্ঠ মাস চলছে। চারদিকে মৌসুমী ফলের ম ম ঘ্রাণ। বর্তমান এ পরিস্থিতিতে অসহায়দের পক্ষে ফল ক্রয় করে খাওয়াটা কঠিন। বিষয়টি নজরে আসে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা সমাজসেবিকা আছমা জান্নাত মনির।

মনি এ বিষয়টি মোবাইলে জানান সমাজসেবক লন্ডন প্রবাসী মকবুল আহমেদকে। তিনি মানবিক দিক বিবেচনায় এনে বিকাশে নগদ টাকা পাঠান। মনি এ টাকায় কাঁঠাল, আপেল, তরমুজ, মাল্টাসহ ফল ক্রয় করেন।

২৮ মে সকাল থেকে দুপুর পর্যন্ত কামারগাঁও গ্রামের অসহায় গৃহবন্দি অর্ধশতাধিক লোকজনের বাড়িতে সমবন্টন করে ফল পৌঁছান। ফল পেয়ে অসহায় লোকজন সন্তুষ্ট।

মনি তার নিজ এলাকায় অসহায় লোকদেরকে আর্থিক সহযোগিতা, খাবার বিতরণ, অর্থাভাবে নারীর বিয়ে ও অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে আসছেন। করোনা পরিস্থিতিতেও তিনি (মনি) নিজ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
সর্বশেষ লন্ডন প্রবাসীর আর্থিক অনুদানে ফল বিতরণ করেন অসহায়দের মাঝে।

মনি জানান, লেখাপড়ার পাশাপাশি অসহায় লোকজনের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তিনি। ফল বিতরণের অর্থ প্রদান করায় তিনি লন্ডন প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts