সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসার উদ্দিন বাবুল আর নেই

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফসার উদ্দিন বাবুল আর নেই। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন ব্যতিক্রম মানুষ। শিল্পী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, রাজনীতিক, সংগঠক- প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন আলোকিত। সাধারণত একজন মানুষের মধ্যে এতো প্রতিভার বিচ্ছুরণ দেখা যায়না। এ ক্ষেত্রে তিনি ছিলেন সত্যি ব্যতিক্রম।

১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি ভোলা সদরে তার জন্ম। পিতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম হেলাল উদ্দিন আহমেদ ও মাতা মরহুমা নুরজাহান বেগম।

আফসার উদ্দিন বাবুল ছিলেন- ভোলা শিল্পকলা অ্যাকাডেমিতে বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ভোলার আদালতের সিনিয়র অ্যাডভোকেট, ভোলার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মৌলভীরহাট হোসাইনিয়া ডিগ্রী মডেল মাদরাসার অধ্যাপক, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি। সর্বোপরি গানের একজন জনপ্রিয় শিল্পী।

তিনি ২০১২ সালে জাতীয় পর্যায়ে নজরুল পদক ও কবি মোজাম্মেল হক শতবর্ষ জন্ম উৎসবে সঙ্গীতে পদক লাভ করেন।

ঢাকার পপুলার হাসপাতালে শুক্রবার (২৯ মে) রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। (ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের মৃত্যুতে সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন এমপি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, অধ্যক্ষ এম ফারুকুর রহমান, দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, দৈনিক দক্ষিণপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক অনু, ভোলা জার্নালিস্ট ফোরাম-ঢাকার সহসভাপতি ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শাহ মতিন টিপু, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, আরটিভি জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু, ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সামস-উল আলম মিঠুসহ ভোলার সাংবাদিক ও সাংস্কৃতিক মহল।

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Print Friendly, PDF & Email

Related Posts