টাঙ্গাইলে নারী চিকিৎসক ও দুই পুলিশ সদস্যসহ আক্রান্ত ৪০

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১২ জনে।

মঙ্গলবার (৩০ জুন ) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নতুন আক্রান্তের মধ্যে দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের নারী মেডিকেল অফিসারসহ ৪ জন, মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্যসহ ১১জন, টাঙ্গাইল সদর ১৭ জন,  গোপালপুর ৪ জন, ঘাটাইল ২ জন, নাগরপুর ১ জন এবং কালিহাতী ১ জন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়,ঢাকায় প্রেরিত নমুনার ফলাফলের মধ্যে আজ টাঙ্গাইলে নতুন ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।নমুনা সংগ্রহের রিপোর্ট পেন্ডিং রয়েছে ৩৪৭টি।টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের এবং সুস্থ হয়েছেন ২২৫ জন।বর্তমান চিকিৎসাধীন রয়েছে ৩৭৫ জন।

টাঙ্গাইলে ১২ টি উপজেলার করোনায় আক্রান্ত সংখ্যা হলো, টাঙ্গাইল সদর ১২১, মধুপুর ৩৪, ধনবাড়ী ২৪, গোপালপুর ৩৪, ভূঞাপুর ২৯, ঘাটাইল ২৫, কালিহাতী ৩৭, নাগরপুর ৩৮, দেলদুয়ার ৪২, মির্জাপুর ১৯৪, বাসাইল ১৩, সখীপুর ২১।জেলায় শনাক্ত সংখ্যা দাঁড়ালো ৬১২ জনে।

 

 

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts