বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভারতের বাজারে করোনা ভাইরাসের ওষুধ নিয়ে আসছে হেটারো ল্যাব। বুধবার হেটারো ল্যাবের তরফ থেকে হেটারো গ্রুপ জানায়, ফ্যাবিপিরাভিরের গ্রুপের কার্যকরী ওষুধ লঞ্চ করতে চলেছে তাঁরা। এর নাম ফ্যাবিভির।
প্রতিটি ট্যাবলেটের দাম রাখা হয়েছে ৫৯ টাকা।
বুধবার হায়দরাবাদের এই ওষুধ প্রস্তুত কারক সংস্থা এক প্রেস বিবৃতি প্রকাশ করে। তাঁরা জানায়, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিজিসিআইয়ের পক্ষ থেকে এই ওষুধকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে খুব শীঘ্রই এই ওষুধ বাজারে মিলবে।
উল্লেখ্য, ফ্যাবিপিরাভির নামক ওষুধটির প্রস্তুত কার্য ও মার্কেটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হেটারোকে। হেটারোর তৈরি ফ্যাবিপিরাভির হল করোনার দ্বিতীয় ওষুধ। এর আগে হেটারো তৈরি করে রেমিডিসিভির বা কোভিফোর। যা এখন প্রায়ই করোনার চিকিৎসায় ব্যবহার করা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যাবিভির করোনা আক্রান্তদের ওপর কার্যকরী ভূমিকা নিয়েছে। এতে করোনা আক্রান্তদের সেরে ওঠার গতি দ্রুত হচ্ছে। মূলত মৃদু লক্ষ্মণযুক্ত করোনা রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করা হচ্ছে। ২৯শে জুলাই থেকেই এই ওষুধ বাজারে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।
প্রতিটি ওষুধের দোকানেই এই ট্যাবলেট মিলবে। তবে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: ভারতীয় অনলাইন মিডিয়া