রিপন শান: সড়কে নৈরাজ্যের শিকার, অকালে নিহত রেশমা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছে মানবিক সংগঠন সেভ দ্য রোড ।
সেভ দ্য রোড এর আয়োজনে, সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী রেশমা স্মরণে এক আলোচনা ও দোয়া সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলারিপোর্ট কার্যালয়ে ৮ আগস্ট সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত ” পথে পথে আর কতো ঝরবে প্রাণ ” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।
সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি:’বানাসাস’-এর সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী ও মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আকতার।
এসময় বক্তারা বলেন, রেশমা জাহান রত্নার মত শত শত মেধাবী মৃত্যুর কোলে ঢলে পড়ছে চরম সড়ক অব্যবস্থাপনা- নৈরাজ্যর কারণে। উত্তরণে সড়কপথে সচেতনতা বাড়াতে হবে, কঠোর হতে হবে শাস্তি দেয়ার ক্ষেত্রেও। একই সাথে রেশমার উপর নির্মমভাবে চাপিয়ে দেয়া মাইক্রোর চালককে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছে সেভ দ্য রোড।
উল্লেখ্য, গত ৮ মে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় সময়োপযোগী ৪টি প্রস্তাব দেয়া হয়- ১. সরকারিভাবে স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনাবাহিনীর একটি বিশেষ টিমকে দায়িত্ব দেয়া ২. কোনভাবেই যেন পরিবহন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয়; সেই লক্ষ্যে অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা। ৩. সেভ দ্য রোড-এর সারাদেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সকল পদক্ষেপে যুক্ত রাখা এবং ৪. সর্ববকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক।