দেড় শতাধিক পেশাদার গাড়ি চালককে তামাক নিয়ন্ত্রণে ধারণা প্রদান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত-২০১৩) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর উদ্যোগে ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় রাজধানী ঢাকার জোয়ারসাহারা বাস ডিপো খিলক্ষেতের প্রশিক্ষণ কক্ষে সোমবার পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্য চিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প কর্মকর্তা অফিসার অদুত রহমান ইমন।

প্রশিক্ষণে অংশ গ্রহনকারী চালকদের মধ্যে একজন বলেন- আমি ধূমপান করিনা এবং আমার বাসে যাত্রীদের ধূমপান করতে দেই না, এমনকি আমার হেলপারকেও নিষেধ করি।

প্রায় দেড় শতাধিক পেশাদার গাড়িচালককে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্যক্ষতি বিষয়ক ধারণা প্রদান করা হয়।

Print Friendly

Related Posts