বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মাত্র ২৯ বছর বয়সেই বুকার জিতে বিশ্বকে চমকে দিলেন লন মার্কি লুকাস রিনভেল্ড। তিনিই প্রথম ডাচ ঔপন্যাসিক যিনি এই পুরস্কার পাচ্ছেন ।
তিনি ২০২০ সালের বুকার পুরস্কার পেয়েছেন যে উপন্যাসটির জন্য সেটির নাম হলো , দ্য ডিসকমফর্ট অব ইভিনিং। এটি তার মাতৃভাষায় লিখিত। এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল হাচিসন নামক এক অনুবাদক। এই পুরস্কারের অংশীদার তিনিও। কাউন্টার পাঞ্চ
দ্য ডিসকমফর্ট অব ইভিনিং বইটির কেন্দ্রীয় চরিত্র একটি দশ বছরের বালিকা, যার নাম জশ। ভাই ম্যাথিস আইসস্কেটিংয়ে নিয়ে যায়নি বলে তার ওপর রাগ করে। রীতিমতো অভিশাপও করে। তার কথা ফলেও যায়। সেই দিনই মৃত্যু হয় ম্যাথিসের। ঘটনার অভিঘাতে পঙ্গু হয়ে যায় জশের বাবা-মা। গোটা উপন্যাসটি আবর্তিত হয় তার পরবর্তী বিষাদ ও মানসিক টানাপোড়েনকে ঘিরেই।
লেখক রিনভেল্ড পেশায় একটি ডেইরি ফার্মে চাকরি করেন।তিনি নিজেও অল্পবয়সে ভাইকে হারিয়েছেন। সেই বিষাদের ছায়াতেই এই উপন্যাস নির্মিত। তিনি গতকাল বৃহস্পতিবার গার্ডিয়ানকে বলেন, এ উপন্যাসটির বড়ো অংশই অটোবায়োগ্রাফিক্যাল।