সিদ্ধিরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেস বাসায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ জন এবং গুরুতর আহত একজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিট এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মফিজ হোসেন মজুর ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার মজুর মেস বাসায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ওই বাসায় থাকা শাকিল (৪২) ও পাশের বাসার গৃহবধু রানু (২৭) আহত হন। আহত অবস্থায় শাকিল ও রানুকে শেখ হাসিনা বার্ন ইউনিট এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে রানু বাড়ি  ফিরে গেলেও গুরুতর আহত শাকিল চিকিৎসাধীন রয়েছেন। ঘরে গ্যাসের কোনো সংযোগ বা গ্যাস সিলিন্ডারও ছিলো না।

ঘটনার পর থেকে বাড়ির কেয়ার টেকার নসু পলাতক রয়েছে।

আহত রানু বাংলানিউজকে জানান, রান্নার কাজ করার সময় পাশের কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পায়ে ও শরীরে আগুন লেগে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের (সার্কেল ক-অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ইউছুফ (৩৫) ও নাহার (২৫) নামে ২ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ঘটনার তদন্ত চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts