কেএসআর’র দৃষ্টিনন্দন মসজিদ ভবন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশনের অর্থায়নে ও কুয়েত সোসাইটি ফর রিলিফ-কেএসআর বাংলাদেশ অফিস এর ব্যবস্থাপনায় ঢাকার দোহারে খড়িয়া শাইনপুকুর এলাকায় ফয়জুন্নেসা শাহী জামে মসজিদের নবনির্মিত ভবন ‘মসজিদ আল-কাসমা’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন দ্বিতল এ মসজিদটি গত শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও বারডেম হাসপাতালের চিফ কনসালট্যান্ট মেজর জেনারেল (অব.) ডা. এ আর খান, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, এসআইটিসিবি‘র পরিচালক মো. আব্দুল কুদ্দুস, সাবেক আইজিআর ও জেলা জজ ড. খান মো. আব্দুল মান্নান, অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান ও কেএসআর বাংলাদেশ অফিসের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী তার ফুফু মরহুমা ফয়জুন্নেসার ওয়াক্ফকৃত জমিতে মসজিদটি নির্মাণে অর্থায়ন করার জন্য দাতা সংস্থা কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশন ও কুয়েত সোসাইটি ফর রিলিফ-কেএসআর কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

৪৩০০ বর্গফুট আয়তন বিশিষ্ট মসজিদটিতে ৬০০ জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন।

Print Friendly, PDF & Email

Related Posts