বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জিনের পরিবর্তন ঘটাতে সক্ষম এমন এক প্রযুক্তি আবিষ্কার করে ক্যানসারের চিকিৎসায় নতুন পথ দেখিয়ে এ বছর রসায়নে নোবেল জয় করেছেন দুই নারী গবেষক।
তাদের একজন ফরাসি জিন গবেষক ইম্যানুয়েল শারপনতিয়ে এবং আরেকজন মার্কিন গবেষক জেনিফার এ দৌদেনা।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, জিনোম এডিটিং বা জিনোম ইঞ্জিনিয়ারিংয়ের একটি পদ্ধতি বিকাশে অবদানের জন্য তাদের দুজনকে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
জিনোম বলতে কোনো জীবের সামগ্রিক ডিএনএকে বোঝায়। জিনোম থেকে ডিএনএ আলাদা করার উপায়কেই জিনোম এডিটিং বলে। সেটার আবার বিভিন্ন পদ্ধতি রয়েছে।এরমধ্যে একটি পদ্ধতির বিকাশে অবদান রেখেছেন এ দুই নোবেলজয়ী নারী বিজ্ঞানী। যা ক্যানসার নতুন থেরাপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ইম্যানুয়েল শারপনতিয়ে এবং জেনিফার এ দৌদেনা ষষ্ঠ ও সপ্তম নারী হিসেবে রসায়নে নোবেল জয় করলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে এবং সোমবার (৫ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।
এর আগে জুলাইয়ের শেষের দিকে নোবেল ফাউন্ডেশন জানিয়েছিল, করোনা ভাইরাসের কারণে এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।