বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে র্যাবের অভিযানে আত্মসমর্পণ করেছে ৪ জন। তারা বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে।
র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। সেসময় আস্তানা থেকে দুটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জামসহ বেশ কিছু উগ্রবাদী বই উদ্ধার হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালায় র্যাব। শনিবার রাজশাহীতে চালানো অভিযানে আটক কয়েকজনের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় তারা।
র্যাব জানিয়েছে, সেসময় বাড়িটি থেকে র্যাব সদস্যদের উপর গুলিবর্ষণ করা হয়। এরপরই রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখে র্যাব সদস্যরা।
র্যাব-১২ এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কিরণ, নাইমুল ইসলাম, আতিউর রহমান এবং আমিনুল ইসলাম নামের চারজন আত্মসমর্পণ করে।
র্যাব জানায়, প্রায় ২৫ দিন আগে জঙ্গি কার্যক্রম পরিচালনার উদ্দেশে ওই বাড়িটি ভাড়া নেয় জঙ্গিরা। তাদের বাড়ি পাবনা, সাতক্ষীরা ও দিনাজপুর জেলায়।