করোনায় মারা গেছেন বিখ্যাত সাংবাদিক ল্যারি কিং

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ল্যারি কিং এর মৃত্যুতে মার্কিন মিডিয়া পাড়ায় শোক। তার অষ্টম স্ত্রী শন সাউথউইক বললেন, দ্বিতীয়বারের মতোও আমরা এক হয়েছিলাম কিন্তু সে চিরতরে চলে গেলো।

শনিবার লস এঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে করোনাভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২৫ বছর ধরে সিএনএনএ’তে অনুষ্ঠিত ‘ল্যারি কিং লাইভ’ এর উপস্থাপক ল্যারি কিং বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি সিএনএন, ইউএস টুডেসহ একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ রুশ গণমাধ্যম আরটি এবং হুলুতে কাজ করছিলেন।

ল্যারি কিং’র মৃত্যু সংবাদ শুনে মার্কিন গায়িকা শন সাউথ উইক মিররকে বলেন, ২০১০ সালের আমার সাথে বিবাহ বিচ্ছেদের মামলা হলেও পুনরায় একসাথে আমরা সংসার জীবন শুরু করেছিলাম। কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি। কিছুটা বেপরোয়া জীবনযাপন করতো । কোভিড হয়েছিল। কিন্তু এ কারণেই কি মৃত্যু, মেনে নিতে পারছি না।

Print Friendly

Related Posts