মিরাজের সেঞ্চুরি, বড় পুঁজিতে বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভুল করেননি মেহেদী হাসান মিরাজ। আট নম্বরে নেমে ব্যাটসম্যান সত্ত্বার পরিচয় দিয়ে তুলে নিলেন প্রথম টেস্ট সেঞ্চুরি। সাকিব আল হাসান, সাদমান ইসলামও জাগিয়েছিলেন সেঞ্চুরির আশা। কিন্তু ফিফটি পেরিয়ে বিলিয়ে আসেন উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশও পেয়েছে ৪৩০ রানের বড় পুঁজি। দ্বিতীয় দিনের চা-বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয় ১৫০.২ ওভার।

৯৯ বলে ফিফটি ছোঁয়া মিরাজ সেঞ্চুরিতে পৌঁছান ১৬০ বলে। মারেন ১৩টি চার। ১০৩ রান করার পর শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন এ ডানহাতি।

মিরাজের ইনিংস বড় হওয়ার পেছনে অবদান আছে টেলএন্ডারদের। তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মোস্তাফিজুর রহমান দেন সমর্থন। তাদের সঙ্গে ছোট ছোট জুটিতে বাংলাদেশ পাড়ি দেয় চারশর পথ।

সাকিব ৬৮ ও সাদমানের ব্যাট থেকে আসে ৫৯ রান।

ক্যারিবিয়ান স্পিনার জোয়েল ওয়ারিকেন নেন ৪ উইকেট। দুটি উইকেট নিয়েছেন রাকিম কর্নওয়াল। একটি করে উইকেট কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, এনক্রুমা বোনারের।

Print Friendly, PDF & Email

Related Posts