বরগুনায় পোল্ট্রী ফার্ম আগুনে ভস্মীভূত, পনের লাখ টাকার ক্ষতি

ইফতেখার শাহীন: বরগুনায় পোল্ট্রী ফার্ম আগুনে পুড়ে ভস্মীভূত। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৫ টায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বড় গৌরীচন্না গ্রামে জামান পোল্ট্রী ফার্মে।

পোল্ট্রী ফার্মের মালিক আক্তারুজ্জামান অরুনের কাছ থেকে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে তার বসতবাড়ীর পার্শ্ববর্তী মুরগীর খামারে আগুন জ্বলতে দেখে তিনি ডাক চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, এবং ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ফার্ম হাউজটি সম্পূর্ন পুড়ে যায়।

তিনি ধারনা করেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তার খামারে ৩ কেজি ওজনের ১ হাজার ২’শ ২০ টি মুরগী, ১২ টি সিলিং ফ্যান, ২০ বস্তা মুরগীর খাবার, ১ টি মিটার স্কেলসহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ মুরগীর খামারই ছিলো তার আয়ের একমাত্র উৎস। কৃষি ব্যাংক থেকে লোন এবং গ্রামের বিভিন্নজনের কাছ থেকে ধার দেনা করে তিনি এই মুরগীর খামার শুরু করেন। আজ সবকিছু হারিয়ে তিনি এখন নি:স্ব বলে জানান।

Print Friendly, PDF & Email

Related Posts