হবিগঞ্জ প্রতিনিধি: ৮ ফেব্রুয়ারি সোমবার আরডিআরএস বাংলাদেশ’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা অফিসসহ শাখায় শাখায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শায়েস্তাগঞ্জ এলাকা অফিসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের হবিগঞ্জের নিজস্ব সংবাদদাতা মো. মামুন চৌধুরী, ব্যবসায়ী বাবুল দাস, এলাকা ব্যবস্থাপক মো. আজহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আশিক ইকবাল লিটন, হিসাবরক শিবতোষ কুমার মহন্ত, মাইক্রোফাইন্যান্স অর্গানাইজার জামরুল খন্দকার, রহিম বাদশা, নাজনীন আক্তার লাইজু, আক্তার চৌধুরী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হবিগঞ্জ শাখায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা প্রোগ্রাম ম্যানেজার আউট অফ স্কুল প্রোগ্রাম আরডিআরএস বাংলাদেশ নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা ম্যানেজার রবিউল ইসলাম, উদয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক আজহারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক রণবীর চন্দ্র রায়, হিসাবরক্ষক মারজানা আক্তার, মাইক্রোফাইন্যান্স অর্গানাইজার মোস্তাফিজুর রহমান জুয়েল মিয়া, বেবী আক্তার, ইয়াসমিন আক্তার, রোজিনা আক্তার, ব্যবসায়ী সমাজসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবীগঞ্জ শাখায় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর কবির মিয়া, শাখা ব্যবস্থাপক আবু সাইয়িদ, হিসাবরক আজগর আলী, মাইক্রোফাইন্যান্স অর্গানাইজার বিমল চন্দ্র ঘোষ, ফারুক হোসাইন, সজীব কৈরী, সাইদুল ইসলাম তুহিন প্রমুখ।
চুনারুঘাট শাখায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মশিউর রহমান, হিসাব কর্মকর্তা সঞ্জয় কুমার শীল, মাইক্রোফাইন্যান্স অর্গানাইজার নিরঞ্জন অধিকারী, স্বপন কুমার শীল ,মাহবুবুর রহমান ,আফিয়া খাতুন, রুমি খাতুন প্রমুখ।
মিরপুর শাখায় উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক দেব কুমার সরকার, হিসাবরক শহিদুল ইসলাম, মাইক্রোফাইন্যান্স অর্গানাইজার হালিমা খাতুন, আসমা খাতুন, জবা রানী রায় সুরতি শুক বৈদ্য প্রমুখ।
আরডিআরএস বাংলাদেশ দীর্ঘ ৫০ বছর থেকে মানুষ দরিদ্র্য মানুষের কল্যাণে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় ওয়াটার এন্ড স্যানিটেশন প্রোগ্রামের আওতায় কাজ করে যাচ্ছে। দরিদ্র্য জনগোষ্ঠীর স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশিণ দিয়ে তাদেরকে সচেতন করা হচ্ছে। সেই সাথে আর্থিক সহযোগিতা দিয়ে স্যানেটারী ল্যাট্রিন ও টিউবওয়েল বসানো হচ্ছে।
মামুন/ হবি