বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বেসরকারি সংস্থা ‘আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসরকারি সংস্থা ‘ডরপ’ এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় এএইচএম নোমান বলেন, ১৯৭০ এর জলোচ্ছাস থেকে ঘনিষ্ট সহযোগি, মানবাধিকার ও উন্নয়ন কাজের পুরোধা ছিলেন সফিকুল হক চৌধুরী। তার মৃত্যুতে ডরপ পরিবার গভীরভাবে শোকাহত। জনাব নোমান, মরহুম সফিকুল হক চৌধুরীর আত্মার মাগফেরাত ও বেহস্ত কামনা করেন।
উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি রাত ১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। এছাড়া তিনি স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার শ্যামলীর শিশুপল্লী জামে মসজিদে বাদ জুমা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।
আশা’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।