বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম তালিকায় সাকিব আল হাসানসহ মোট চারজন খেলোয়াড় স্থান পেয়েছেন।
সাকিব ছাড়া অন্য তিন বাংলাদেশি হলেন- পেসার মুস্তাফিজুর রহমান, ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আছেন সাকিব। ভিত্তিমূল্যে এক কোটি রুপিতে আছে মুস্তাফিজ। আর মাহমুদুল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং সাইফউদ্দিনের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। আর ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। ঐ আসরে শিরোপা জিতে হায়দারাবাদ। আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ও হন তিনি। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেনে ফিজ। আইপিএলে সর্বমোট ২৪টি ম্যাচ খেলেছেন তিনি।
দেশি-বিদেশি মিলিয়ে ২৯২ জনের নিলাম অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চেন্নাইয়ে হবে ১৪তম আসরের নিলাম।