বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বার্সালোনা এবং পিএসজি। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সার মাটিতে আজ মঙ্গলবার রাত ২টায়। এই ম্যাচের আগে অতিত ইতিহাস মোটেও পিএসজির পক্ষে নেই। পূর্বের ইতিহাস যদি পুনরাভৃত্তি হয় তাহলে আরও একবার প্যারিসের জায়ান্টদের বিদায় নিতে হবে দ্বিতীয় রাউন্ড থেকেই।
চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিনটি টুর্নামেন্টে (তারা মুখোমুখি হয়েছে এমন তিনটি টুর্নামেন্ট) বার্সার কাছে পরাস্ত হয়ে বিদায় নিতে হয়েছে প্যারিসের দলটিকে।
২০১৬/১৭ মৌসুমে প্রথম লেগে ৪-০ গোলে জিতেও দ্বিতীয় লেগে ৬-১ গোলে হেরে মোট ৬-৫ গোলের অ্যাগ্রিগেটে হেরে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে।
এরও আগে ২০১৪/১৫ মৌসুমে দুই লেগ মিলিয়ে পিএসজিকে ৫-১ গোলে পরাজিত করেছিল বার্সালোনা। সেই লড়াইটি ছিল কোয়ার্টার ফাইনালে।
তারও আগে ২০১২/১৩ মৌসুমে কোয়ার্টার ফাইনালে দুই লেগে ৩-৩ গোলে সমতা থাকলেও অ্যাওয়ে গোলের মারপ্যাচে বিদায় নিতে হয়েছিল পিএসজিকে।