বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে দল পেয়েছেন সাকিব আল হাসান। ৩ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন বাংলাদেশ অলরাউন্ডার। ন্নাইয়ে বৃহস্পতিবার বসা নিলামে সাকিবের নাম ছিল ২ নম্বর সেটে। ছিলেন সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটেগরিতে। পাঞ্জাব ও কেকেআরের লড়াই শেষে ৩ কোটি ২০ লাখে পুরনো ঘরে ডাক পড়ে টাইগার তারকার।
কলকাতা নাইট রাইডার্স দিয়েই আইপিএল ময়দানে যাত্রা শুরু হয়েছিল সাকিবের। দলটিতে ছয় মৌসুম খেলেছেন। খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদেও।
এদিকে মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। সেই দামেই বাংলাদেশ পেসারকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএল যাত্রা শুরু করা ফিজ প্রথম মৌসুমে হন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। দুই মৌসুম কাটান হায়দরাবাদে।
পরে মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৮ সালে নেয় কাটার মাস্টারকে। টাইগার বাঁহাতি পেসার এবার খেলবেন রাজস্থান রয়্যালসে।