হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রম’ আন্তঃউপজেলা দাবা প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সার্জেন্ট আব্দুল আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, খেলার পরিচালক আজিজুর রহমান ফয়সল, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, সময়ের আলোর জেলা প্রতিনিধি কামরুল হাসান, শহীদ রমিজ উদ্দিন বীর বিক্রমের ছেলে বজলু মিয়া প্রমুখ।
সভায় বক্তব্যে ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম বলেন, আগে লেখাপড়া। পাশাপাশি খেলাধুলা করতে হবে। কারণ খেলাধুলা ছাড়া মেধার বিকাশ ঘটে না। শরীর ও মন ভালো রাখতে হলেও খেলতে হবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা প্রাণপণ লড়াই করেছেন। আমরা পেয়েছি, স্বাধীন দেশ। আমরাদেরকে ভুলতে পারব না। এজন্যই আজ এ শহীদ বীর বিক্রমের স্মৃতিকে অম্লান করে রাখতে এ প্রতিযোগীতার আয়োজন।
আলোচনা শেষে ইউএনও মোঃ মিনহাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা (অবঃ) সার্জেন্ট আব্দুল আলীকে দিয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করান।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন (১৩৭৮ বাংলার ৩ আষাঢ়) হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের ফনা উল্লাহ পুত্র রমিজ উদ্দিন মেরা-কালেঙ্গা রেঞ্জের বালুমারা নামকস্থানে হানাদারদের সঙ্গে সম্মুখ সমরে শহীদ হন। এ বীরত্বের জন্য তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। আর এ বীরকে সংরতি বনাঞ্চল কালেঙ্গা রেঞ্জের রেমা বন বিট অফিসের সামনে সমাহিত করা হয়েছিল। তিনি ছিলেন মুজাহিদ বাহিনীর সদস্য। দেশ স্বাধীন হওয়ার পর মারা যান রমিজ উদ্দিনের স্ত্রীও। রেখে যান তাদের একমাত্র ছেলে বজলু মিয়াকে।
মামুন/হবি