নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন বিচারপতি মোহাম্মদ আবু তারিক।
আন্তজার্তিক মাতৃভাষা দিবসে স্বাধীনতা সংসদের উদ্যোগ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
রাজধানীর শিল্পকলা একাডেমির এ সভায় ” ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ” “শীর্ষক আলোচনায় ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি’র সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ.ন.ম মেশকাত উদ্দিন, সংগঠনের সভাপতি এম.জহুরুল ইসলাম খান, মহাসচিব সালেহ আহাম্মদ, ড. জাহিদ চৌধুরী বিপুল সহ আরো অনেকে।
পরে স্ব স্ব পেশায় বিশেষ অবদানের জন্য প্রায় ১০ গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে এশিয়ান টিভি’ র রিপোর্টার জ.ই বু্লবুল -কে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “আন্তজার্তিক মাতৃভাষা দিবস” সম্মাননা স্মারক হাতে তুলে দেন বিচারপতি মোহাম্মদ আবু তারিক।