ভোলা পৌরসভার শান্তিপূর্ণ ভোট, নৌকা বিজয়ী

মোকাম্মেল হক মিলন: ২৮ ফেব্রুয়ারী রবিবার শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোলা পৌরসভার নির্বাচন। গত ১ মাসদের পৌরসভার নির্বাচন নিয়ে মানুষের মনে জল্পনা কল্পনা থাকলেও সাধারণ ভোটার ভোট দিতে পারে খুশি।
রবিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোলা পৌরসভার ২০ টি কেন্দ্রে  শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে এবং কোন ধরনের কোনো সহিংসতা ঘটেনি। ভোটারা যার যার পছন্দ মতো ভোট দিতে পেরেছেন বলে গনমাধ্যমকে জানিয়েছেন। বিকাল ৫ টার পরে  প্রতিটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হয়। মেয়র হিসেবে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান মনির (নৌকা প্রতীক)।
এছাড়াও কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে  মনজুর আলম, ২নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩নং ওয়ার্ডে সালাউদ্দিন লিংকন, ৪নং ওয়ার্ডে আসাদ হোসেন জুম্মান, ৫নং ওয়ার্ডে এফরানুর রহমান মিথুন মোল্লা ৬নং ওয়ার্ডে মোঃ ওমর ফারুক, ৭নং ওয়ার্ডে মোঃশাহে আলম, ৮  নং ওয়ার্ডে মোঃ হেলাল উদ্দিন,  ৯নং ওয়ার্ডে মাইনুল ইসলাম শামিম এবং সংরক্ষিত মহিলা ১ ২ ৩ ওয়ার্ডে জোছনা ইয়াসমিন, ৪ ৫ ৬ ওয়ার্ডে সামছুন নাহার সোনিয়া ও ৭ ৮ ৯ ওয়ার্ডে রাজিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।
বিজয়ী মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির সকল ভোটার ও কর্মিদের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ভোলা পৌরবাসী নৌকা প্রতীকে জয়ী করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
Print Friendly, PDF & Email

Related Posts