দায়িত্বরত অবস্থায় নিহত ৭৯ পুলিশ সদস্যের পরিবারের মধ্যে সম্মাননা প্রদান
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (০১ মার্চ) দুপুরে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ও ডিআইজি মঈনুল ইসলাম, জেলা প্রশাসক আতাউল গণি, পৌরসভার নর্বনির্বাচিত মেয়র সিরাজুল হক আলমগীর, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনিছুর রহমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন- টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন দায়িত্বরত অবস্থায় নিহত কয়েকজন পরিবারের সদস্য। এ সময় তারা তাদের বিভিন্ন দাবি তুলেন ধরেন। একই সাথে তাদের পরিবারের বর্তমান অবস্থান তুলে ধরেন।
স্মরণ সভা শেষে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে টাঙ্গাইলে দায়িত্বরত অবস্থায় নিহত ৭৯ জন পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে সম্মাননা এবং ক্রেট প্রদান করা হয়। এর মধ্যে আইজিপি’র পক্ষ থেকে ৮ জন পরিবারের সদস্যকে ৫০ হাজার টাকা করে ও সম্মাননা স্মারক দেয়।
এর আগে সকালে পুলিশ লাইনে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় পুলিশের অন্যান্য ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।