আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গণি।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রানা মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বিপুল কুমার গোস্বামী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় নতুন ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিরা।