মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উপমা সেনের কৃতিত্ব

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজিত ১০ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের (মৌশাইর শাখা) তৃতীয় শ্রেণি ইংরেজি ভার্সনের শক্ষার্থী উপমা সেন।

ভাষার মাসে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত বাংলা অলিম্পিয়াডে উপমা সেন ‘ক’ শাখায় একক নৃত্যে তৃতীয় স্থান অধিকার করে।

তথ্য মতে, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজিত ১০ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডে সারাদেশের ৭০টি ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুল থেকে এক হাজারেও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গত ২০ জানুয়ারি অনলাইন নিবন্ধনের মাধ্যমে ১০ম বাংলা অলিম্পিয়াডের আনুষ্ঠানিকতা শুরু হলেও ২৭ ফেব্রুয়ারি ছিলো এর চূড়ান্ত ও পুরস্কার বিতরণী পর্ব।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের (মৌশাইর শাখা) শিক্ষার্থী উপমা সেনের অনন্য অর্জনে তাকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামালউদ্দিন ভূঁইয়া (অব.), স্থায়ী ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, মাইলস্টোন প্রিপারেটরি কে.জি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত আলম এবং মাইলস্টোন কলেজের প্রশাসন বিয়ক পরিচালক মো. মাসুদ আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email

Related Posts