পপ সংগীতশিল্পী জানে আলম আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আশির দশকের সাড়া জাগানো সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন। মঙ্গলবার রাত দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানে আলমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার পুত্রবধু রুমি। মঙ্গলবার (২ মার্চ) রাতে তিনি জানান, বাবা আজ রাত দশটার দিকে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রুমি জানান, মাস খানেক আগে বাবার করোনা পজিটিভ আসে। কিছুদিন সার্ভাইভ করার পর তিনি সুস্থও হয়ে উঠেন। করোনার ফলাফল নেগেটিভ এসেছিলো। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হন। এটাই মূলত উনার প্রধান সমস্যা ছিলো। আজ সন্ধ্যায় অবস্থা বেশী খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়, এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা গেলেন।

জানে আলমের জানাজা ও দাফন নিয়ে জানতে চাইলে পরিবারের এই সদস্য জানান, এখনও আমরা পিজি হাসপাতালেই আছি। এখান থেকে আমরা মগবাজারের মধুবাগের বাসায় নিয়ে যাবো। সেখানে বুধবার সকাল ১০টায় প্রথম জানাজা সম্পন্ন হলে নিয়ে যাওয়া হবে জন্মস্থান মানিকগঞ্জে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হবে দাফন।

পপ শিল্পী হিসেবে খ্যাতি ছিলো জানে আলমের। তবে তার বেশিরভাগ গান আধ্যাত্মিক-পল্লী ঘরানার। কয়েক হাজার গান গেয়েছেন তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts