স্মার্টকার্ড বিতরণে চেয়ারম্যান প্রার্থী আওলাদের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ রাসেল হোসেন ধামরাই: ঢাকার ধামরাই উপজেলায় প্রথমবারের মতো সোমভাগ ইউনিয়নে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের পাশে ১০৯ নং দক্ষিণ দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।

প্রতিদিনই ইউনিয়নের কয়েক হাজার মানুষ আসছেন স্মার্ট কার্ড নিতে। এদের বেশিরভাগই কর্মস্থল থেকে এক দুই ঘন্টার ছুটি নিয়ে, আবার কেও রিকশা অটোরিকশা চালানো বন্ধ করে স্মার্ট কার্ড নিতে আসছেন। আর এই কর্মজীবী ও সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করেই খুব কম সময়ের মধ্যেই স্মার্ট কার্ড সংগ্রহের জন্য ফ্রী সেবা ক্যাম্প বসিয়ে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন।

আওলাদ হোসেনের নিজ উদ্যোগে ২৫ থেকে ৩০ জন কর্মী দিয়ে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণে সহায়তা করছেন তিনি। সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেনের এমন সেবায় খুশি ইউনিয়নবাসী।

স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন হাবিবুর রহমান। তিনি জানান, আমাদের অফিস থেকে ছুটি দিতে চায় না। পরে আমিসহ আমাদের এলাকার কয়েকজন অফিস থেকে দের ঘন্টার সময় নিয়ে কার্ড নিতে আসছি। এসে দেখি অনেক মানুষ। কি করবো কোথায় কি ভাবে কার্ড পাবো কিছুই বুঝতেছিলাম না। পরে আওলাদ ভাইয়ের এই ক্যাম্পের একজনের কাছে জানতে চাইলে সে আমাদের পুরাতন কার্ড নিয়ে কম্পিউটার থেকে কি যেন নাম্বার বের করে লিখে দিলো। এবং কোথায় কার্ড দিবে সেই জায়গা দেখিয়ে দিলো। তার পর কয়েক মিনিটের মধ্যেই আমাদের স্মার্ট কার্ড হাতে পাই।

সোমভাগ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো সাইফুর ইসলাম বলেন, আওলাদ ভাই শিক্ষত মানুষ। সে মানুষের কষ্ট, দুঃখ বুঝতে পারে। দীর্ঘ সময় দাড়িয়ে থেকে যেন মানুষের কষ্ট ও সময় নষ্ট না হয় সেই কথা চিন্তা করেই তিনি এই স্মার্ট কার্ড সংগ্রহের জন্য ফ্রী সেবা ক্যাম্প চালু করেছেন। এতে আওলাদ ভাইয়ের প্রতি আমারা সবাই কৃতজ্ঞ।

স্মার্ট কার্ড নেয়ার জন্য পূর্বের জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশ এনআইডি পোর্টাল থেকে একটি বক্স নাম্বার ও কম্পার্টমেন্ট নাম্বার বের করে দিচ্ছে স্মার্ট কার্ড সংগ্রহের জন্য ফ্রী সেবা ক্যাম্পের লোকজন। এছাড়াও ফ্রী সেবা ক্যাম্পে রইয়েছে বোতলজাত কৃত পানি , মাস্ক, চা, পান, ছোটদের জন্য চকলেট ।

কার্ড নিতে আসা আরো অনেকেই বলছেন, প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেনের এমন ব্যতিক্রমী সেবা আসলেই প্রশংসার।

চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি আমার নেতা ধামরাইয়ের গর্ব জনাব বেনজির আহমেদ স্যার সোমভাগ ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের উদ্ভোদন করেন। আমার নেতার নির্দেশ ছিলো আওয়ামীলীগের সাথে যাঁরা জড়িত তারা যেন এই স্মার্ট কার্ড বিতরণে একটু নজর রাখে। যেন সাধারণ মানুষ শান্তিপ্রিয় ভাবে এই স্মার্ট কার্ড নিয়ে যেতে পাড়েন। আমি গত ২৮ তারিখে প্রথম দিন দেখি স্মার্ট কার্ড নিতে আসা আমার ভাই-বোনরা, আমার বাবার সমান বয়সের মুরব্বিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে।

তিনি আরো বলেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কষ্ট অনেকেই আমার কাছে প্রকাশ করন। পরে সবার কষ্টের কথা চিন্তা করে আমি পরের দিনই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের প্রায় ২৫-৩০ জন যুবকদের নিয়ে এই ফ্রী সেবা ক্যাম্প চালু করি। এখানে স্মার্ট কার্ড উত্তোলনের তথ্যসহ জনগণের জন্য পানি ও মাস্ক এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অনেক দূর থেকে এসে ক্লান্ত হইয়ে পরে অনেকে। তাদের জন্য আলাদা চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করে দিয়েছি। ফ্রী সেবা ক্যাম্পের সাথেই একটি চা এর দোকান আছে। সেখান লোকজনদের চা, পান ও ছোট বাচ্চা থাকলে তাদের জন্য চকলেটের ব্যবস্থাও করা হইয়েছে। এবং সবাই সুন্দর ভাবে স্মার্ট কার্ড গ্রহণ করছে।

প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ স্মার্ট কার্ড বিতরণ করা হয়। সোমভাগ ইউনিয়নে স্মার্ট কার্ড আগামী ৮ মার্চ পর্যন্ত বিতরণের কথা রয়েছে ।

Print Friendly, PDF & Email

Related Posts