ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে যৌথ মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিন জন আওয়ামী প্রার্থীর মধ্যে যার যতো বেশি লোক সংখ্যা তিনি ততো এগিয়ে থাকবেন, এমন প্রত্যাশায় এক প্রার্থী ইটভাটা ও বহিরাগত শ্রমিক আরেক প্রার্থী হিজড়াদের নিয়ে নাচতে নাচতে যৌথ মতবিনিময় সভায় উপস্থিত হয়েছিলেন।
আরেক প্রার্থী নৌকাসহ তার কর্মীদের নিয়ে মিছিল করে মত বিনিময় সভায় পৌঁছান। প্রতীকী ঘোড়া ও ব্যান্ডপার্টি ছিল নজর কাড়ার মতো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল ৯০ ফুটের নৌকা।
শনিবার (৬ মার্চ) সকালে ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের মাঠে এ যৌথ জনসভার আয়োজন করা হয়।
এ যৌথ সভায় আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রধান অতিথি বলেন, বর্তমানে বিএনপির কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, দেশে শিক্ষার সুযোগ সুবিধা বেড়েছে, চিকিৎসা সেবা আজ উন্নত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।
দেখা যায়, যৌথসভায় তিন রংয়ের টুপি (ক্যাপ) পরিহিত লোকজন জনপ্রিয়তা প্রমাণে দলে দলে মাঠে প্রবেশ করতে থাকে। হলুদ টুপি পরিহিত কর্মীরা প্রার্থী আরিফ হোসেনের, সবুজ টুপি পরিহিত কর্মীরা বর্তমান চেয়ারম্যান আবুল হোসেনের ও সাদা টুপি পরিহিত কর্মীরা আওলাদ হোসেনের পক্ষে মাঠে সমবেত হতে থাকেন। এছাড়া প্রার্থী ওয়াসিম আক্রামের তেমন শোডাউন ছিলই না বলা যায়।
তবে জনপ্রিয়তা প্রমাণে ও সকলের দৃষ্টি কাড়তে হিজড়াদের নিয়ে নাচতে নাচতে যৌথ সভায় উপস্থিত হওয়াকে সুশীল সমাজ ও অতিথিদের অনেকেই দৃষ্টিকটু হিসেবে মনে করেন। সকলের সমালোচনার মুখে পড়েন তিনি।
তবে সভায় ভিন্নতাও চোখে পড়ে। একজন প্রার্থীর কর্মীরা চেয়ারে বসা ছিলেন। আবার আরেক প্রার্থীর হাজার হাজার কর্মীর ঠাই মেলেনি চেয়ারে। তারা মাটিতে বসে সভা শেষ করেন।
চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন বলেন, যৌথ মতবিনিময় সভায় আমার প্রায় ২০ হাজার কর্মী রয়েছে। ৭ হাজার নারী ও ১৩ হাজার পুরুষ। আমি ১৩ হাজার টুপি ও ৫ হাজার সাদা ব্যাজ দিয়েছি। আমি শতভাগ আশাবাদী নৌকার পক্ষে নমিনেশন পাবোই।
যৌথ জনসভা শেষে সাংসদ বেনজীর আহমদ বলেন, চার জনের জনপ্রিয়তা দেখেছি। প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তার হয়েই সবাই কাজ করবেন। আমরা চার প্রার্থীকে একত্রিত করে পাল উড়িয়ে দেবো। তাহলে নৌকাকে কেউ ঠেকাতে পারবে না।