বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কিংবদন্তি সাবেক কিউই স্পিনার বৃহস্পতিবার কুইন্সটাউনে শুরু হতে যাওয়া টাইগারদের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ শুরুর আগেই স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিকে পাচ্ছে বাংলাদেশ।
এমন খবর জানিয়েছেন কিউই সফরে থাকা বাংলাদেশ দলের টিম লিডার-বিসিবি পরিচালক জালাল ইউনুস ।
গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশ ছাড়েন ভেট্টরি। করোনাভাইরাস মহামারীর কারণে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকায় কিউই স্পিন বোলিং কোচকে ঘরের মাটিতে অনুশীলন ক্যাম্পে পাননি তাইজুল-মিরাজরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নিজ দেশ নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন জটিলতায় বাংলাদেশে আসা হয়নি তার। তবে নিজের দেশের বিপক্ষে সিরিজের আগেই টাইগার স্পিনারদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভেট্টরি।
নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের ১৪দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষের পথে। বুধবার স্থানীয় সময় দুপুর ৩টার পর ধরাবাঁধা নিয়ম থেকে বের হবে টিম টাইগার্স। রাত ৮টায় ক্রাইস্টচার্চ ছেড়ে তামিম-মুশফিকরা যাত্রা করবেন কুইন্সটাউনের পথে।
অনুশীলন ক্যাম্পের জন্য নতুন ভেন্যুতে বাংলাদেশ দল যাচ্ছে স্বস্তি নিয়েই। চতুর্থ ও শেষ করোনা পরীক্ষায়ও নেগেটিভ হয়েছে পুরো দল।
বুধবার কুইন্সটাউন পৌঁছে বৃহস্পতিবার থেকে পুরোদমে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। টাইগারদের প্রথম ওয়ানডে অকল্যান্ডে, ২০ মার্চ। সফরে কিউইদের বিপক্ষে তিন ওয়ানডের পর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।