আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে বড় ভাইকে খুনের অভিযোগে ছোট ভাই আটক হয়েছেন।
নিহত বড় ভাই আ. মজিদ (৩৩) উপজেলার বাথুলী সাদি গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
এ ঘটনায় পুলিশ ওই ছোট ভাই শফিকুলকে (৩১) আহত অবস্থায় আটক করেছে।
রবিবার (১৪ মার্চ) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলী সাদির পূর্ব পাড়ার খালপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাথুলী সাদি গ্রামের সেন্টু মিয়ার পাঁচ ছেলে দীর্ঘ দিন যাবৎ কাপড় তৈরীর ব্যবসা করে আসছিলেন। ব্যবসার হিসাবে নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে তা পারিবারিক কলহে রূপ নেয়। এরই প্রক্ষিতে রবিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই শফিকুল বড় ভাই আ.মজিদকে ছুরি দিয়ে বুকে আঘাত করে। এ সময় স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপার বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।