ইফতেখার শাহীন: হঠাৎ করেই বরগুনায় শুরু হয়েছে ডায়রিয়া। গত ২৪ ঘন্টায় অন্তত শতাধিক রোগী বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক বেড না থাকায় মেঝেতে ঠাঁই নিয়েছেন অনেকে। হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৬২জন রোগী আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ডায়রিয়া বিভাগে ভর্তি হয়েছেন। এর মধ্যে অনেকেই নারী ও শিশু। চাহিদানুযায়ী বেড না থাকায় রোগীরা হাসপাতালের মেঝেতে বিছানা পেতেছেন।
হাসপাতাল সূত্র জানায়, মার্চের শুরু থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। প্রথম সপ্তাহে গড়ে ২০ জনের মত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। গত তিনদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে গড়ে ৪০ জনে পৌঁছায় এবং সবশেষ ২৪ ঘন্টায় তা আশংকাজনকহারে বৃদ্ধি পায়। এ পর্যন্ত ২২০ জন রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন এবং রোববার পর্যন্ত ৫৯ জন ভর্তি রয়েছেন হাসপাতালে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক (আবাসিক) সোহরাব উদ্দীন জানান, এমনিতেই হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই, নেই বেড। এ অবস্থায় হঠাৎ করে বিপুল সংখ্যক রোগী ভর্তি হওয়ায় আমরা হিমশিম খাচ্ছি। এভাবে রোগী বাড়তে থাকলে দু একদিনেই প্রয়োজনীয় ওষুধপথ্যের সংকট দেখা দেবে।
বরগুনার সাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, গরমের মৌসুম শুরু হওয়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করছি রোগীদের সেবা দিতে।