সভাপতি প্রদীপ, সম্পাদক সায়েক
ফরিদ উদ্দিন: বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট বিভাগীয় কাউন্সিল শনিবার শ্রীমঙ্গলে স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট বিভাগের সভাপতি সভাপতি প্রদীপ পাল নিতাই । প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন সম্পাদক আলহাজ্ব ফরিদুর রহমান, যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান, মাইনুল ইসলাম খান সায়েক, এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সাখাওয়াত হোসেন, ফোরকান উদ্দিন মানিকসহ জেলা উপজেলা এবং বিভাগীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া বলেন সরকারের আধুনিকায়ন থেকে অধিকতর আধুনিকায়নের রূপরেখায় জনভোগান্তি ও দলিল লেখকদের পেশাচ্যুতির আশঙ্কা রয়েছে। সরকারের রূপরেখা অনুযায়ী একটি দলিল রেজিস্ট্রি করতে সময় লাগতে পারে প্রায় এক মাস থেকে দেড় মাস। এতে সরকারের রাজস্ব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের ডিজিটালায়ন আমরা সমর্থন করি কিন্তু এই অধিকতর ডিজিটালায়নে যাতে দলিল লেখকদের পেশাচ্যুতি ও জনভোগান্তি না ঘটে। এই বিষয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী’র সুদৃষ্টি কামনা করেন ৷
সিলেট বিভাগীয় কাউন্সিলে প্রদীপ পাল নিতাইকে সভাপতি, মইনুল ইসলাম খান সায়েককে সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেনকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সিলেট বিভাগ দলিল লেখক সমিতির নেতা নির্বাচিত করা হয় ৷ আগামি দুই মাসের মধ্যে ৬১সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি করার ঘোষণা দেওয়া হয় ৷