আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে ওয়ালটন ডে পালন করা হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর মো. মজিবর রহমান।
পরে পৌর উদ্যান থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মো. জামিল হোসেন, ক্রেডিট মনিটর মো. সাইফুল ইসলাম, ম্যানেজার অনুপ কুমার সাহা, শামসুন নাহার, জহুরুল ইসলাম, সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের ম্যানেজার সান্তনু মল্লিক প্রমুখ।
র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
প্রায় দুই যুগ আগে এই দিনে বাংলাদেশি টেক-জায়ান্ট ওয়ালটনের পথচলা শুরু করে। কোটি কোটি মানুষের অকৃত্রিম ভালোবাসায় আজ বাংলাদেশসহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড ওয়ালটন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে টাঙ্গাইলে নানা আয়োজনে রাঙিয়ে দিচ্ছে ওয়ালটন পরিবার।